Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মদনে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ২৩:৩৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১০:০৬

মদনে জঙ্গলের গাছে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

নেত্রকোনা: জেলার মদনে জঙ্গলের গাছে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে জেলার মদন উপজেলার বাঁশরী কান্দাপাড়া এলাকায় জঙ্গলের ভেতর একটি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার কার হয়।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- মদন উপজেলার বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজি মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২৩) ও মদন পৌরসভার মদনবাজার সংলগ্ন এমদাদপুর এলাকার বাসিন্দা চান মিয়ার মেয়ে লিমা আক্তার।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও পুলিশ জানায়, বেশকিছু দিন প্রেম করার পর সাত মাস আগে তারা সামাজিকভাবে বিয়ে করেন। বুধবার বিকেল থেকে ছেলে ও তার স্ত্রীকে দেখতে না পেয়ে ছুটাছুটি করতে থাকেন আজিজুলের মা আদিনা আক্তার। পাড়া প্রতিবেশীসহ খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে বাড়ির সামনে পুকুর পাড়ে একটি রেইনট্রি গাছের ডালে তাদের দু’জনকে এক রাশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জানতে চাইলে নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/পিটিএম

উদ্ধার ঝুলন্ত মরদেহ নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর