খুলনায় পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
৯ এপ্রিল ২০২৫ ১৯:৪১ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪১
খুলনা: খুলনায় পিকআপ এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুরে নগরীর লবণচরা থানাধীন বান্দা বাজার পাকার মাথায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন— লবণচরা বউবাজার এলাকার রিয়াজের ছেলে এবং ইজিবাইকচালক অনিক (১৮), মাদরাসা রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে সোহেল (৩০), রূপসা বাসস্টান্ড এলাকার মালিক হাওলাদারের ছেলে সজল (২১), শিপইয়ার্ড কলোনীর আজিজের স্ত্রী রুপা (২৫) এবং একই কলোনীর মোমেনা (৫০)।
স্থানীয়রা জানান, লবণচরা থানধীন পাকার মাথায় ইজিবাইক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে ড্রাইভারসহ ইজিবাইকের ৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে পিকআপ এবং ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
সারাবাংলা/এইচআই