Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের পণ্য রফতানিতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল

সারাবাংলা ডেস্ক
৯ এপ্রিল ২০২৫ ১৬:৪২ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৭:৫৮

– ছবি : প্রতীকী

ঢাকা: ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশকে প্রদত্ত এ সুবিধা বাতিল করেছে।

ভারতের বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ভারতের রফতানিকারকরা বিশেষত করে পোশাক খাত সংশ্লিষ্টরা প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, ওই ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রফতানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত ২০২০ সালের জুনে বাংলাদেশকে পণ্য রফতানির এ সুবিধা দিয়েছিল।

সারাবাংলা/আরএস