Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৫:০১

কলাপাড়া থানা, পটুয়াখালী।

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উলটে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দিকে প্যাদার হাট বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়ার লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, আজ সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে চাউল কিনে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

সারাবাংলা/এমপি