Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকোনমিক জোন নির্বাচনে জাইকার সঙ্গে কাজ করছে সরকার: বিডা চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৪:৪১ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৬

ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, শুধুমাত্র চট্টগ্রামকে বিবেচনায় নিয়ে ইকোনমিক জোন করা হচ্ছে না। যেখানে ইকোনমিক জোন স্থাপন করা প্রয়োজন, সেখানে স্থাপন করা হবে।

ইতিমধ্যে চীন মোংলা বন্দরে ইকোনমিক জোন স্থাপনের ব্যাপারে বলেছে জানিয়ে তিনি বলেন,বিগত সরকারের আমলে ছত্রাকের মতো ইকোনমিক জোন ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ইকোনমিক জোন নির্বাচন প্রক্রিয়া নিয়ে জাইকার সঙ্গে কাজ করছে ।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাইকার সঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে- যখন কোনো ইকোনমিক জোন ঘোষণা করা হবে, তখন যেন শুধুমাত্র ওই ইকোনমিক জোনটাকে মূল্যায়ন করে ঘোষণা না করা হয়। বাকি সবগুলো ইকোনমিক জোনের সঙ্গে তার রিলেশনশিপ কী হবে, সামগ্রিকভাবে দেশের চাকরির অবকাঠামোতে কী প্রভাব রাখবে, ভৌগলিকভাবে সেখানে নাকি অন্য কোথাও ইকোনমিক জোন স্থাপন করা দরকার- তা বিবেচনায় নেয়া হবে।

সারাবাংলা/আরএস