Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মামলায় গ্রেফতার সালমান-আমুসহ ১০ জন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৩:২৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৪:৫৯

গ্রেফতার ব্যক্তিরা

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন থানায় হওয়া মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুসহ ১০ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন শাখার উপ-পরিদর্শক মো. শরীফ।

গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অভিনেত্রী শমী কায়সার, সাবেক এমপি হাজী সেলিম, সাদেক খান, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক।

এদিন সকাল ৯টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় এই ১০ জনকে হাজির করে ‍পুলিশ। সেয়া ১০টায় তাদের এজলাসে তোলা হয়। এরপর গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।

প্রসিকিউশন শাখার উপ-পরিদর্শক মো. শরীফ বলেন, যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় আমির হোসেন আমু, সালমান এফ রহমান, দীপু মনি, শহীদুল হক, হাজী সেলিম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখায় আদালত। এছাড়া শাহবাগ থানার মনির হোসেন হত্যা মামলায় রাশেদ খান মেনন, ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় আব্দুল্লাহ আল জ্যাকব, মোহাম্মদপুর থানার মামলায় সাদেক খান, উত্তরা পূর্ব থানার জুবায়ের ইউসুফ হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

শমী কায়সারকে গ্রেফতার দেখানো মামলার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ। ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে মিছিলটি উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় পৌঁছালে আসামিদের ছোড়া গুলি তার বাম কাঁধে লাগে। এতে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন। এ ঘটনায় গত ২২ আগস্ট ১১ জনের নামসহ অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা করেন ভুক্তভোগী জুবায়ের। এ মামলায় শমী কায়সারের নামও রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমপি

আওয়ামী লীগ আদালত গ্রেফতার মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর