Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ২৩:২৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১০:৪২

সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

উল্লেখ্য, মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন আরটিভির চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সারাবাংলা/জিএস/পিটিএম

গ্রেফতার টপ নিউজ বেঙ্গল গ্রুপ মোরশেদ আলম সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর