Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস পালন করেছে ফ্রান্স গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন

নজমুল হক, ফ্রান্স থেকে
৮ এপ্রিল ২০২৫ ২২:১১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ২২:১৪

ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস পালন

ফ্রান্স: গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।

সোমবার (৭ এপ্রিল) সংগঠনের সভাপতি ফয়ছল উদ্দিন এর সভাপতিত্বে সাংবাদিক তাইজুল ফয়েজের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসেন চৌধুরী, প্রধান বক্তা সংগঠনের প্রধান উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী।

বিজ্ঞাপন

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগ কমিউনিটি’র ফ্রান্সের সভাপতি আব্দুল মোতালিব, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক জাকির হোসেন, মোহাম্মদ নুর খান, মোহাম্মদ হাজি কাউসার আহমদ, বখতিয়ার হোসাইন শামীম, লোকমান আহমদ, শামছ উদ্দিন, নুর মিয়া (শওকত), শরিফ উদ্দিন স্বপন, সিনিয়র সহ সভাপতি আবদুল বাসিদ, আব্দুল আহাদ, সাইফুল ইসলাম, আনফর আলী, সাংগঠনিক সম্পাদক লকুছ মিয়া, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম কামাল, হাফিজ দুলায়েত আহমদ, বাদশা মিয়া, সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, শামীম আহমদ, সংগঠনের সদস্য হেলাল আহমদ, শাহ আলম, নাজমুল হোসেন, জুমন আহমেদ ও মোস্তাক আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রথমে সকল শহিদদের প্রতি এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে ফিলিস্তিনের গাজাবাসীর জন্য বিশেষ দোয়া করেন হাফিজ দুলায়েত আহমদ।

নকশী বাংলা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও সাংবাদিক তাইজুল কয়েজের জন্মদিন উপলক্ষ্যে মিষ্টি মুখ করানো হয়।

সারাবাংলা/এইচআই

ঈদ পুনর্মিলনী গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর