ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-চুরির ঘটনায় গ্রেফতার ৫৬
৮ এপ্রিল ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৯:৩১
ঢাকা: বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর ও চুরির ঘটনায় ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর এ ঘটনায় চারটি মামলা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সকাল পর্যন্ত ৪৯ জন গ্রেফতার হয়েছিল। এখনকার সর্বশেষ তথ্য অনুযায়ী ৫৬ জন গ্রেফতার হয়েছে। এ ঘটনায় চারটি মামলা হয়েছে। বিভিন্ন জায়গায় রেড দেওয়া হচ্ছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।’
সারাবাংলা/ইএইচটি/এইচআই
গ্রেফতার প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর শফিকুল আলম