গাজায় গণহত্যা, নীলফামারীতে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের প্রতিবাদ
৮ এপ্রিল ২০২৫ ১৭:২১
নীলফামারী: ইসরায়েলি বাহিনীর গাজা ও রাফায় চলমান বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় নীলফামারী সরকারি কলেজে এ কর্মসূচি পালন করে ছাত্রদল। এরপর জেলার পৌর মার্কেটস্থ বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স। তিনি বলেন, পৃথিবীর প্রায় দুইশত কোটি মুসলমান আজ মাত্র ৮০-৮৫ লাখ ইহুদির কাছে জিম্মি হয়ে আছে। এর মূল কারণ, ইতিহাসে বিভিন্ন সময় মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন চললেও আমরা এক হয়ে প্রতিবাদ করিনি। যদি সকল মুসলিম ঐক্যবদ্ধভাবে হুংকার দিত, তবে ইসরায়েল এমন বর্বর হত্যাযজ্ঞ চালানোর দুঃসাহস পেত না। ফিলিস্তিনে চলমান গণহত্যা অবিলম্বে বন্ধ করতে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসলাম পারভেজ বিদ্যুৎ, ছাত্রনেতা রাহেনুল জান্নাত রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি মঙ্গলবার(৮ এপ্রিল) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে।
সারাবাংলা/এইচআই