‘গণহত্যাকারীদের বিচার বাংলাদেশেই সম্ভব’
৮ এপ্রিল ২০২৫ ১৪:৫২ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৭
ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যাকারীদের বিচার বাংলাদেশেই সম্ভব বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জুলাই হত্যাকাণ্ডের বিচার ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে (আইসিসি) পাঠানো নিয়ে প্রেস সচিবের বক্তব্যের প্রেক্ষিতে এ প্রশ্ন করা হয়।
তাজুল ইসলাম বলেন, ‘গণহত্যার বিচার আমাদের ট্রাইব্যুনালেই সম্ভব। আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই। তবে আইসিসি চাইলে টেকনিক্যাল সহযোগিতা নিতে পারি আমরা। কেননা গণহত্যার ঘটনা বাংলাদেশের। আসামি কিংবা সাক্ষীরাও এখানকার। কাজেই বিচার প্রক্রিয়া দেশেই হোক।’
তিনি বলেন, ‘যেসব দেশের সক্ষমতা নেই, শুধুমাত্র তারাই আইসিসিতে মামলা পাঠাতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। এখানে সব ধরনের সক্ষমতা রয়েছে। তাই গণহত্যার বিচারকাজ এখানেই করতে পারব আমরা।’
সারাবাংলা/আরএম/এসডব্লিউ