Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাগিনাকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ মামার বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১২:৪৭

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় সুমন গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন মামার বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মেরাদিয়া মধ্যপাড়া মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের বড় ভাই মো. আলমগীর হোসেন জানান, তারা মেরাদিয়া মসজিদে গলির মুক্তারের বাড়িতে থাকেন। একই গলিতে তার মামা মোস্তফা পরিবার নিয়ে থাকেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে মামার বাড়ির সামনে সুমনের সাথে হাতাহাতি হয় মামা মোস্তফার। এক পর্যায়ে মামা মোস্তফা তার দুই ছেলে, মেয়ে এবং স্ত্রী মিলে সুমনকে ধরে ঘরের ভেতর নিয়ে সেখানে ইট দিয়ে মাথায় আঘাত করে। মেরে ফেলার পর তাকে গলির মসজিদের পাশে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, এক ছেলে ও এক মেয়ের জনক সুমন। কারওয়ান বাজারে কাঁচামাল কুড়িয়ে সেগুলো বিক্রি করতেন তিনি। দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সুমন। তার চলাফেরায় অস্বাভাবিকতা দেখা যায়। আজ সকালে সুমন তার আপন মামা মোস্তফার ঘরের জানলা ভেঙেছে এই অভিযোগ করে সুমনকে খুন করেছেন তার পরিবার। এর আগেও সুমনকে তিনি মারধর করেছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনজে

অভিযোগ ভাগিনা মামা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর