Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রবাসীদের ভোটদান নিশ্চিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ ইসি’

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১১:৩৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৩:১৪

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

ঢাকা: আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। বিস্তৃত পরিসরে সম্ভব না হলেও পাইলট আকারে এই কাজ কমিশন করতে চায় বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

‎মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

‎এ সময় সিইসি বলেন, অনেক পর্যালোচনার পর নির্বাচন কমিশন তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে। পোস্টাল ভোটিং, যেটি এখন বিদ্যমান। অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়েও ইসি কাজ করছি।

‎নাসির উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

‎সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিতে বলেও জানান তিনি।

‎বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়।

সারাবাংলা/এনএল/ইআ

এএমএম নাসির উদ্দিন নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের ভোটদান