দুপুরে আদালতে তোলা হবে ব্যারিস্টার তুরিনকে
৮ এপ্রিল ২০২৫ ০৯:০৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১১:৩৯
ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে আদালতে তোলা হবে আজ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র। একই সঙ্গে রিমান্ড আবেদনেরও কথা রয়েছে।
এর আগে, সোমবার রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে আফরোজাকে গ্রেফতার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগসহ তুরিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন আওয়ামী লীগপন্থী আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ। জামায়াতের আমির অধ্যাপক গোলাম আযম ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মামলা চালান তিনি।
সারাবাংলা/আরএম/এনজে