কাতার থেকে দেশে ফিরেই রেললাইনে মাথা দিয়ে প্রবাসীর আত্মহত্যা
৮ এপ্রিল ২০২৫ ০২:৩৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১১:৩৯
নোয়াখালী: জেলার বেগমগঞ্জে রেললাইনে মাথা দিয়ে মো. আবুল বাশার ওরফে দুলাল (৫৬) নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। তিনি কাতার থাকেন বলে জানা গেছে। আজই তিনি দেশে ফেরেন।
সোমবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার দুলাল জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সাওপুর গ্রামের হাজী নুকুল বেপারী বাড়ির আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুলাল ২৪ বছর ধরে কাতার থাকেন। সর্বশেষ ৪ মাস আগে তিনি কাতার যান। আর আজ সকালে পরিবারের কাউকে না জানিয়ে তিনি বাংলাদেশে আসেন। এর পর একুশে পরিবহণের একটি বাসে করে নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তায় নামেন। এর পর রাতে চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন। ওই সময় কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালীগামী সমতট এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে মরদেহ বেগমগঞ্জ চৌমুহনী রেলওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।
সারাবাংলা/পিটিএম