Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৫:৪৫

রগাঁজাসহ আটক মাদক কারবারি আবুল কালাম ও মমিন মিয়া

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আবুল কালাম (২৮) ও মমিন মিয়াকে (৩০) আটক করেছে র‌্যাব।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৬ এপ্রিল) রাতে উপজেলার ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আবুল কালাম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে ও মমিন মিয়া একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাতে উপজেলার ধোপাকান্দি এলাকার রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চলানো হয়। এসময় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটকদের আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো