Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবর্তন আসছে রাজনৈতিক দল ও আচরণ বিধিমালায়: ইসি আনোয়ারুল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৫:০৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার – ছবি : সারাবাংলা

ঢাকা: রাজনৈতিক দল এবং প্রার্থীদের লাগাম টেনে ধরতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে প্রচারণায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে জাতীয় সংসদ আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সোমবার ৭ এপ্রিল নির্বাচন ভবনে কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, “খসড়াটি প্রায় চূড়ান্ত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অধিকাংশ সুপারিশ প্রস্তাবিত আচরণবিধিতে যুক্ত করা হয়েছে। এখন নির্বাচন কমিশনে উপস্থাপনের প্রক্রিয়া নেওয়া হবে। ইসি অনুমোদন দিলে ফাইনালি পাবলিশড হবে।”

তবে পরবর্তীতে সব অংশীজনের সঙ্গে আলোচনার কথা রয়েছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রেখে এবং সুশৃঙ্খলভাবে প্রচারণা করার সুযোগ রাখা হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড-সব প্রার্থী সমানভাবে প্রচার-প্রচারণা করতে পাররে সে ধরনের এটিচিউড নিয়ে আমরা আচরণবিধি করতে চাচ্ছি।”

সোশাল মিডিয়ায় প্রচারণার বিষয়টিও যাতে ‘নিয়ন্ত্রণের’ মধ্যে থাকে সে বিষয়টিও প্রস্তাবিত খসড়ায় রাখা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ কঠোরতা নিশ্চিতে যেন নিশ্চিত করা যায় এ সংক্রান্ত শাস্তির বিধান খসড়ায় থাকছে।

‘দলগুলোর মতামত ছাড়াই আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হবে কি না’- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “আমরা পরবর্তী সময়ে সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসবো। তখনকার অবস্থা বলবে- কী করতে হবে।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সীমানা নির্ধারণের একটা প্রস্তাব আমরা মন্ত্রিপরিষদে পাঠিয়েছিলাম। এ বিষয়ে মন্ত্রিপরিষদ মিটিং করেছে। কিন্তু আমরা কেবিনেট থেকে এখনও অনুমোদন পাই নি। কেবিনেটের অনুমোদন না পেলে বিদ্যমান আইনেই নির্বাচন হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাজনৈতিক দলের নিবন্ধন পেতে ‘বাংলাদেশ কনজার্ভেটিভ পার্টি’ আবেদন করেছে। তবে দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর আলোচনা এখনো হয়নি।

সারাবাংলা/এনএল/আরএস

নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর