গাজায় গণহত্যা: গ্লোবাল স্ট্রাইকের প্রতি সংহতি প্রকাশ ছাত্রদলের
৬ এপ্রিল ২০২৫ ২৩:২৩ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ০৯:৫৮
ঢাকা: গাজায় গণহত্যার প্রতিবাদে ডাকা গ্লোবাল স্ট্রাইক কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (৬ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ সংহতির কথা জানান সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিবৃতিতে তারা বলেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎবরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে ।’
নেতারা বলেন, ‘এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততধিক অমানবিক।’
কর্মসুচি
গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার (৮ এপ্রিল) সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ছাত্রদল।
এই কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল সাড়ে ১০ টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। দুপুর ১২টায় প্রতিটি শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে উপস্থিত হয়ে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।
ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের আপামর ছাত্র-জনতাকে অনুরোধ জানিয়েছেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সারাবাংলা/এজেড/পিটিএম