Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসবে এবি পার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৮:৩৬

আমার বাংলাদেশ (এবি) পার্টির লোগো

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সোমবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় আলোচনায় বসবে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ঢাকায় জাতীয় সংসদ ভবনস্থ এল. ডি. হলে এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার (৬ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতিমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন। সেই ধারাবাহিকতায় সোমবার (৭ এপ্রিল) ঐকমত্য কমিশন এবি পার্টির সাথে আলোচনায় বসবে।’

বিজ্ঞাপন

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই কমিশনের কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত গত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ২৮ টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এনজে
বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে কাজের সুযোগ
১৮ ডিসেম্বর ২০২৫ ১০:০৫

আরো