Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি শেষে খুলেছে সচিবালয়, এখনো ঈদের আমেজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১১:৫৮ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:২৭

বাংলাদেশ সচিবালয়

ঢাকা: টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় খুলেছে। সকাল ১০টা থেকে অফিস শুরু হলেও উপস্থিতি এখনো কম। তবে দর্শনার্থীদের ভিড় একদম নেই বললেই চলে। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে বিরাজ করছে ঈদের আমেজ।

রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে এমন দৃশ্যই দেখা গেছে। অধিকাংশ উপদেষ্টা এবং সচিবেরা কাজে যোগ দিয়েছেন। তবে দিনের শুরুটা কেটেছে ঈদের শুভেচ্ছা বিনিময় আর গল্প আড্ডায়।

বিজ্ঞাপন

সচিবালয় চত্তর, করিডোর এবং প্রত্যেকের রুমে রুমে চলছে শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলি। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি ছিল কম। এবার ঈদে পাঁচ ছুটির পাশাপাশি সাপ্তাহিক চারদিনের ছুটি মিলিয়ে নয় দিন শেষে রোববার কাজে যোগ দিতে হয়েছে চাকরিজীবীদের।

তবে নির্ধারিত ছুটির পাশাপাশি আবার কেউ কেউ অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে৷ গাড়ি পার্কিং করার জায়গাও ফাঁকা পড়ে আছে৷ ঈদের ছুটির পর যারা অফিসে এসেছেন। সেই কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

সারাবাংলা/জেআর/এমপি

ঈদের আমেজ সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর