Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে নারী পোশাককর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২১:৪১

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চাঁদনি খাতুন (৩০) নামে এক নারী পোশাককর্মীকে ছুরিকাঘাত করে খুন করার ঘটনা ঘটেছে।শনিবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর বন্দর থানার বাকের আলী টেকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খুনের শিকার চাঁদনি খাতুন খুলনা জেলার দাকোপ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি নগরীর ইপিজেডে এভারটোব বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। চাঁদনি বন্দর থানার ঊষাপাড়া মাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান সারাবাংলাকে বলেন, ‘ছুরিকাঘাতে এক নারী খুন হয়েছেন। আমরা মাত্র ঘটনাস্থলে এসেছি। ওই নারী পোশাক কারখানায় কাজ করতেন। বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।’

তাকে কে বা কারা ছুরিকাঘাত করেছেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে পারছি না। এক ঘণ্টা আগে এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

এদিকে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা জনি নামে একজন সারাবাংলাকে বলেন, ‘আমরা যখন ওই নারীকে রাস্তায় পাই তখন তার খুব ব্লিডিং হচ্ছিল। পরে কয়েকজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। গাড়িতে যখন ছিল তখন তার সেন্স সামান্য থাকলেও কথা বলতে পারেননি। তবে ওখানে থাকা লোকজনকে তিনি বলেছেন তাকে তার স্বামী ছুরিকাঘাত করে পালিয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।’

সারাবাংলা/আইসি/এসআর

চট্টগ্রাম ছুরিকাঘাত পোশাককর্মী খুন

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর