Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাওরে মৌসুমে কৃষকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৮:৩২ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২০:২৮

মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

ঢাকা: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘হাওরে মৌসুমী কৃষকদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধান করা হবে।’

শনিবার (৫ এপ্রিল) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ভাতশালা হাওরের জিরাতিদের ( মৌসুমী কৃষক) সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে ওই সকল কৃষকদের নানা কথা শোনেন খাদ্য উপদেষ্টা। তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক, এসপিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় কৃষকেরা তাদের নানা সমস্যার কথা খাদ্য উপদেষ্টার কাছে তুলে ধরেন। তারা বড়দিঘা হাওর থেকে ভাতশালা হাওর পর্যন্ত কোন রাস্তা না থাকায় তাদের উৎপাদিত ফসল আনা নেওয়ার সমস্যা, বিশুদ্ধ খাবার পানির সমস্যা, বড়দিঘা খাল খননসহ বন্যা এবং ঘূর্ণিঝড় থেকে রক্ষার জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি উপদেষ্টার কাছে তুলে ধরেন। এছাড়াও বিষ প্রয়োগ করে মাছ ধরা এবং নদীতে ফেরি পারাপারের জন্য অতিরিক্ত টোল নেওয়ায় তাদের অসুবিধার কথা বলেন। ইটনা উপজেলায় একটা বাফার গুদাম তৈরির বিষয়ে উপদেষ্টার সহায়তা কামনা করেন।

বিজ্ঞাপন

খাদ্য উপদেষ্টা জিরাতিদের সমস্যা শুনেন এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধ করাসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জেলা প্রশাসনকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাসহ নিয়মিত মনিটরিং করার পরামর্শ দেন। বড়দিঘা হাওর থেকে ভাতশালা হাওর পর্যন্ত রাস্তা তৈরির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফিজিবিলিটি স্টাডির জন্য অনুরোধ করেন। জিরাতিদের বিশুদ্ধ খাবার পানির সমস্যা, বড়দিঘা খাল খনন এবং আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ইটনা উপজেলায় বাফার গুদাম তৈরির জন্য ব্যক্তিগতভাবে তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মৌসুমী কৃষকেরা হাওরাঞ্চলে কঠোর পরিশ্রম করে দেশের মানুষের খাদ্যের যোগান দেন, তাদের সমস্যা সব সময়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

জিরাতিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি জিরাতিদের নিয়ে ভাতশালা হাওর ঘুরে দেখেন।হাওরের বোরো ফসল দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। কৃষকেরা উপদেষ্টাকে জানান, আগামী দশ দিনের মধ্যেই হাওরাঞ্চলে আগাম বোরোধান কাটা শুরু হবে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আপনার ফোনটি কি বৈধ নাকি অবৈধ?
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:১৩

মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশি আটক
১৮ ডিসেম্বর ২০২৫ ১২:৩৪

আরো