Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৮:০৬ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২০:২৯

কুষ্টিয়া: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় অটোরিকশার ধাক্কায় ৯ বছরের শিশু নিহত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুর ১২ টায় থানার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আমির হামজা (৯) ঝাউদিয়া গ্রামের সবুজ আলীর ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর ১২ টার দিকে আমির হামজা দৌঁড়ে রাস্তা পারাপার হওয়ার সময় একটি অটোরিকশা ধাক্কা দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একটি শিশুকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

ঝাউদিয়া ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) লিটন আলী বলেন, অটোরিকশার ধাক্কায় একটি ৯ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আপনার ফোনটি কি বৈধ নাকি অবৈধ?
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:১৩

মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশি আটক
১৮ ডিসেম্বর ২০২৫ ১২:৩৪

আরো