Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে দেবরের বিরুদ্ধে ভাবিকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৬:৩২ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

প্রতীকী ছবি

পটুয়াখালী: জেলার কলাপাড়ার টিয়াখালীতে ভাবিকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মামাতো দেবর সোহাগ হাওলাদারের (২৭) বিরুদ্ধে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওইদিন রাতে ফের ধর্ষণে ব্যর্থ হয়ে ভাবিকে মারধর করে। এর আগেও ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে সোহাগ।

বর্তমানে ভিকটিম কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুই সন্তানের জননী।

অভিযুক্ত সোহাগ হাওলাদার টিয়াখালী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে । সে পেশায় একজন জেলে।

ক্ষতিগ্রস্ত নারী জানান, আত্মীয়তার সুবাদে প্রতিবেশি সোহাগ প্রায়ই ওই তাদের ঘরে আসা-যাওয়া করতো। প্রায় আড়াই বছর আগে তাকে ঘরে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় ধর্ষণের ঘটনা সে মোবাইলে ধারন করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে। শুক্রবার দুপুরে আমাকে ঘরে একা পেয়ে আবারও ধর্ষণ করে। রাতে ফের ধর্ষণ করতে গেলে কৌশলে স্বামীকে ফোনে জানালে ক্ষিপ্ত হয়ে সোহাগ মারধর করে। খবর পেয়ে স্বামী বাড়ি আসার সঙ্গে সঙ্গে সোহাগ পালিয়ে যায়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসআর

কলাপাড়া দেবর ধর্ষণের অভিযোগ পটুয়াখালী ভাবিকে ধর্ষণ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর