Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ঢাকা ছেড়েছেন এক কোটি ৭ লাখ মানুষ, ফিরেছেন ৪৪ লাখ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৮:২৯

ঈদ শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছেন মানুষ। ছবি: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরে ছুটি কাটাতে সাত দিনে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী। বিপরীতে ফিরে এসেছেন ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি। শনিবার (৫ এপ্রিল) সংস্থাটি এ তথ্য প্রকাশ করেছে।

২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ঢাকায় আগমন ও ঢাকা ত্যাগ করা মোবাইল ফোন গ্রাহকদের তথ্যের ভিত্তিতে এটি নিরুপন করেছে বলে জানিয়েছে বিটিআরসি। ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক তথ্য বিশ্লেষন করে দেখা গেছে এ সময় ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ জন।

বিজ্ঞাপন

ছবি: সারাবাংলা

সংস্থাটির তথ্য বলছে, প্রতিদিন ঢাকামুখি মানুষের চেয়ে অনেক বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছে ৩০ মার্চ। ওইদিন ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ জন সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। বিপরীতে ওইদিন ঢাকায় এসেছেন মাত্র ৪ লাখ ৯১ হাজার ৮৮ জন। আবার মানুষ ঢাকায় সবচেয়ে বেশি ফিরেছেন ৩ এপ্রিল। ওইদিন ঢাকায় প্রবেশ করেছেন ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন। কিন্তু একই দিনে আবার ঢাকা ছেড়েছেন প্রায় ৮ লাখ।

সারাবাংলা/জেআর/এনজে

ঈদ ঢাকা ছাড়া