Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালশী ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ২ জনের পরিচয় শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৬:১৫

নিহত দুই বন্ধু রিয়াদ (১৬) ও তোফাজ্জল (১৭)।

ঢাকা: রাজধানীর মিরপুর কালশি নতুন রাস্তা ফ্লাইওভারের ওপরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্ত হয়েছে। তারা দুজন বন্ধু ছিল।

তাদের একজনের নাম রিয়াদ (১৬) অপরজনের নাম তোফাজ্জল (১৭)। বেশ কিছুদিন আগে মোবাইলে ফ্রী ফায়ার গেমের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয়।

শনিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে স্বজনরা মরদেহ দুটি শনাক্ত করেন।

হাসপতালে তোফাজ্জলের বড় ভাই মো. নাঈম জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামে। বাবার নাম রেনু মিয়া। বর্তমানে মানিকদি বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকে। তার বাবা মানিকদি বাজারে কাঁচামালের ব্যবসা করেন। তোফাজ্জল ইসিবি চত্বরে ইএলএফ স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী ছিল।

নাঈম আরও বলেন, তোফাজ্জলের বন্ধু রিয়াদ গত বৃহস্পতিবার আমাদের ঢাকার বাসায় বেড়াতে আসে রিয়াদ। মোবাইলে ফ্রী ফায়ার গেমের মাধ্যমে রিয়াদের সঙ্গে তোফাজ্জলের পরিচয় ও বন্ধুত্ব হয়। সেই খাতিরে ঢাকার বাসায় বেড়াতে আসে। গতকাল সন্ধ্যায় রিয়াদকে নিয়ে ঢাকার রাস্তায় বেড়াতে বের হয়েছিল তোফাজ্জল। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিল তোফাজ্জল। পরে জানতে পারি কালশি ফ্লাইওভারের ওপরে দূর্ঘটনার কবলিত হয়। এতে রিয়াদ ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। আজ ভোরে ঢাকা মেডিকেল এসে তোফাজ্জলের মরদেহ শনাক্ত করি।

এদিকে রিয়াদের মামাতো ভাই মো. রাসেল বলেন, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার হামান কুদ্দি গ্রামে। রিয়াদের বাবা বিল্লাল কাজী দুবাই প্রবাসী। রিয়াদ এলাকার একটি মাদ্রাসায় হাফেজী পড়াশোনা করত। গত বৃহস্পতিবারের ঢাকায় তার বন্ধুর বাসায় বেড়াতে আসে। আজ সকালে জানতে পারি সে দুর্ঘটনায় মারা গেছে। পরে ঢাকা মেডিকেলে এসে রিয়াদের মরদেহ শনাক্ত করি।

বিজ্ঞাপন

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মিরপুর ১২ কালশি নতুন রাস্তা ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। এতে একজন ফ্লাইওভারের ওপরে মারা যায়। একজন ওপর থেকে নিচে পড়ে মারা যায়। মুমূর্ষু অবস্থায় পথচারীরা দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মরদেহ দুটি সনাক্ত হয়েছে। শনিবার ভোরে ও সকালে মরদহ দুটি সনাক্ত করেন স্বজনরা। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গতকাল রাতে কালশি নতুন রাস্তা ফ্লাইওভারের ওপরে প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ফ্লাইওভারের ওপরে মারা যায় এবং মোটরসাইকেল আরোহী নিচে পড়ে মারা যায়।

সারাবাংলা/এসএসআর/এমপি

কালশী ফ্লাইওভার দুর্ঘটনা নিহত

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর