Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটি শেষ, ঢাকামুখী মানুষের ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৩:৪৪ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৭

ঢাকায় ফিরছে মানুষ, স্টেশনে ভীড়। ছবি: সারাবাংলা

ঢাকা: ঈদ উপলক্ষ্যে দীর্ঘ নয় দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। রোববার (৬ এপ্রিল) থেকে শুরু হবে অফিস আদালত। কাজে যোগ দিতে রাজধানীতে ছুটছে মানুষ। লঞ্চ, বাস, রেলস্টেশনগুলোতে সকাল থেকে ঢাকামুখো মানুষের উপচে পড়া ভিড়। আবার কিছু মানুষকে ঢাকা ছাড়তেও দেখা গেছে।

শনিবার (৫ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

দেখা গেছে, প্রতিটি ট্রেন যাত্রীতে নিয়ে স্টেশনে ভিড়ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ঈদে যাওয়া আসা ছিলো হয়রানিমুক্ত।

রোববার থেকে খোলা অফিস-আদালত, ঢাকামুখী মানুষের ভীড়। ছবি: সারাবাংলা

রংপুর থেকে ফিরে এসেছেন মোজাম্মেল হক। তিনি কমলাপুরে সারাবাংলাকে বলেন, ‘পরিবার এখনো বাড়িতে রয়েছে। তারা পরের সপ্তাহে ফিরবে। কাল রোববার থেকে অফিস খুলে যাচ্ছে তাই তিনি একাই ঢাকা ফিরেছেন।’

তিনি আরও বলেন, ‘এবারের ঈদযাত্রা ছিল সবচেয়ে স্বস্তিদায়ক।’

রাজশাহী থেকে ফিরে আসা আরেক যাত্রী ইন্তেখাব সুমন বলেন, ‘কোনো ঈদেই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি ছাড়া ট্রেনে যাতায়াত করতে পারিনি। এবার টিকিট কাটতেও যেমন ঝামেলা পোহাতে হয়নি তেমনি যাত্রাও ছিল স্বস্তিদায়ক। স্টেশনে দেখা গেলো প্রতিটি ট্রেনেই যাত্রীপূর্ণ।’

একই অবস্থা ছিলো বাসের ক্ষেত্রেও। রাজধানীর মহাখালি, গাবতলী, যাত্রাবাড়ী, সায়েদাবাদসহ বাস টার্মিনালগুলো যে সংখ্যক বাস ঢাকায় পৌঁছেছে তার প্রতিটিতেই ছিল যাত্রীতে পূর্ণ।

আরামবাগে কথা হয় চট্টগ্রাম থেকে আসা কয়েকজন যাত্রীর সঙ্গে। এদেরমধ্যে সাইফুল ইসলাম বলেন, ‘এবার সড়কে জ্যামের কারণে দীর্ঘ সময় বসে থাকতে হয়নি। এটা ছিল ঈদযাত্রার সবচেয়ে স্বস্তির বিষয়।’

বিজ্ঞাপন

কুমিল্লা থেকে আসা তুহিন ইসলাম বলেন, ‘এবার ঈদ ভালভাবেই কাটিয়ে ফিরলাম। তবে দীর্ঘ ছুটিতে একটা আলসেমি ভাব চলে এসেছে। ইচ্ছে হচ্ছিলোনা ঢাকায় ফিরতে। কিন্তু করার কিছু নেই কাল থেকে অফিস খুলবে কাজে যোগ দিতে হবে।’

দিবা ফারহানা বলেন, ‘এবার ছুটিটা একটু লম্বা সময় ধরে পাওয়ায় বাড়িতে বেশি সময় থাকার সুযোগ পেয়েছি। সাধারণত এতো সময় থাকা কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না।’

এদিকে সকাল থেকে যেসব লঞ্চ ঢাকায় ফিরেছে, সেখানেও ঢাকামুখী মানুষের ঢল ছিল। দক্ষিনাঞ্চলের লঞ্চগুলো সাধারনত সকালের দিকে সদরঘাট পৌঁছায়। তাই সকালে সদরঘাট এলাকা ছিলো যাত্রীপূর্ণ।

তবে রাজধানীতে এখনো গণপরিবহন ওভাবে চলাচল না করায় ঢাকামুখী মানুষের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। কমলাপুর রেলস্টেশন থেকে বেড়িয়ে যানবাহন না পেয়ে কিছুটা ভোগান্তিতে পরেছেন যাত্রীরা। বাস চলাচল কম থাকায় সিএনজি অটোরিকশা যাত্রীদের বিভ্রান্ত করছে। দ্বিগুণ ভাড়া চাচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের। শুধু তাই নয়, প্লাটফর্ম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সিএনজি চালকগুলো যাত্রীদের ব্যাগ ধরে টেনে-হিচরে জোর করে গাড়ি তোলার দৃশ্যও চোখে পড়েছে। যাত্রী যাবে কী যাবে না তার তোয়াক্কা না করে নিজের গাড়িতে তুলছেন তাদের ব্যাগ। এতে যাত্রীরা হয়রানি হচ্ছেন।

রংপুর থেকে ফিরে আসা যাত্রী ইমদাদুল বলেন, ‘আমার বাসা যাত্রাবাড়ি। আমি এখান থেকে একটু এগিয়ে গেলেই বাসে উঠে যেতে পারি। কিন্তু সিএনজি ভাড়া না বলেই আমার ব্যগ নিয়ে রেখেছে গাড়িতে। ভাড়া জানতে চাইলাম বলে তিনশো টাকা। আমি তো সিনএজিতে যাব না। তর্ক করে ব্যাগ নিয়ে এসেছি বলে গালি দিচ্ছে। কি বিপদ বলেন তো।’

বিজ্ঞাপন

এবার ঈদ উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটি চার দিন সঙ্গে নির্বাহী আদেশে একদিন মিলিয়ে কর্মজীবীরা টানা নয়দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন। যা শেষ হচ্ছে আজ শনিবার (৫ এপ্রিল)। রোববার (৬ এপ্রিল) থেকে শুরু হবে অফিস আদালত।

সারাবাংলা/জেআর/এমপি

ঈদ ছুটি ঢাকামুখী মানুষের ঢল