Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
নিষিদ্ধ হয়েও যেভাবে আর্সেনালের বিপক্ষে খেলবেন রুডিগার-এমবাপে

স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ১১:৩৩

নিষিদ্ধ হয়েও আর্সেনালের বিপক্ষে খেলবেন রুডিগার-এমবাপেরা

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয়ের পর বুনো উল্লাসে মেতেছিল পুরো রিয়াল মাদ্রিদ দল। সেই উল্লাসের নেতৃত্বে ছিলেন অ্যান্টোনিও রুডিগার, পাশে ছিলেন কিলিয়ান এমবাপেও। এই উল্লাসই বিপদ ডেকে এনেছে এই দুই ফুটবলারের। সেই উদযাপনের কারণে ইউএফার নিষেধাজ্ঞা পেলেও আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন রুডিগার ও এমবাপে।

গত ১২ মার্চ চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে রিয়াল-অ্যাটলেটিকো ম্যাচ গিয়েছিল টাইব্রেকারে। রোমাঞ্চকর এক লড়াই শেষে জয় পেয়েছে রিয়ালই। শেষ পেনাল্টিতে গোল করে রিয়ালকে পরের রাউন্ডে পৌঁছে দেন রুডিগার। এরপর বাঁধভাঙ্গা উল্লাসে মাতেন রুডিগার-এমবাপেসহ পুরো দল।

বিজ্ঞাপন

উল্লাসের সময়কার ভিডিও ফুটেজে দেখা যায়, রুডিগারসহ রিয়ালের বেশ কয়েকজন প্রতিপক্ষের সমর্থকের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে উদযাপন করেছেন। গ্যালারি থেকে বিভিন্ন জিনিস ছুঁড়ে এর প্রতিক্রিয়া দেখিয়েছেন অ্যাটলেটিকোর সমর্থকরাও।

ভিডিও ফুটেজে দেখা যায়, দলটির কয়েকজন খেলোয়াড় নেচে এবং প্রতিপক্ষের সমর্থকদের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে জয় উদযাপন করছিলেন। এ সময় গ্যালারি থেকে বিভিন্ন জিনিস ছুড়ে প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন স্বাগতিক সমর্থকরা।

রুডিগারদের এমন উদযাপন ভালোভাবে নেয়নি ইউয়েফা। রুডিগার ও এমবাপেকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তারা। তবে তাদের সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। শুধুমাত্র জরিমানা দিয়েই পার পাচ্ছেন রিয়ালের এই দুই ফুটবলার। রুডিগারকে গুণতে হচ্ছে ৪০ হাজার ইউরো ও এমবাপেকে দিতে হবে ৩০ হাজার ইউরো জরিমানা। আরেক রিয়াল ফুটবলার দানি সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

আগামী এক বছরের মধ্যে একই অপরাধ আবার করলে নিষেধাজ্ঞা নেমে আসবে রুডিগার ও এমবাপের ওপরে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আগামী ৮ এপ্রিল আর্সেনালের মাঠে খেলতে নামবে রিয়াল। ফিরতি লেগে ১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে আসবে আর্সেনাল।

সারাবাংলা/এফএম

অ্যান্টোনিও রুডিগার কিলিয়ান এমবাপে চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর