Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে যুবককে গুলি করে ও কুপিয়ে আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ০২:২৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীর মিরপুর ১২ নম্বর এলাকায় মো. সানি (২৮) নামে এক যুবক গুলি ও কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১২ নম্বরের ৬ নম্বর লেনের মুড়াপাড়ায় ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেলে আহত সানির খালাতো বোন রুমা আক্তার জানান, তারা মিরপুর ১২ নম্বর সেকশনের ৫ নম্বর লেনের মুড়াপাড়া ক্যাম্পে থাকেন। সানি এলাকায় শাড়ির কারচুপির কাজ করে। আর মাঝে মাঝে অটোরিকশা চালায়।

রুমা আক্তারের অভিযোগ, সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়েছিল সানি। একই এলাকার ৬ নম্বর লেনে গেলে স্থানীয় জনি, আবির, জাকির, আশিকসহ আরও কয়েকজন তার ডান পায়ে গুলি করে এবং মাথাসহ শরীরের কয়েক জায়গায় কুপিয়া আহত করে পালিয়ে যায়। এ সময় তারা অটোরিকশা, ১০ থেকে ১২ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে সানিকে উদ্ধার করে দ্রুত ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, ‘পল্লবী থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তার ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া, মাথাসহ শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’

এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুম বলেন, ‘মারামারির ঘটনা ঘটেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম