প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের ২ মন্ত্রীর সাক্ষাৎ
৩ এপ্রিল ২০২৫ ১৯:৩২ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ২২:৩৫
ব্যাংকক: থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানবনিরাপত্তা মন্ত্রী বরাভুত সিল্পা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন। এর আগে প্রধান উপদেষ্টা বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য দেন।
উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আজ ব্যাংকক পৌঁছান। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে আগামীকাল দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
সারাবাংলা/পিটিএম
টপ নিউজ ড. মুহাম্মদ ইউনূস থাইমন্ত্রী প্রধান উপদেষ্টা সাক্ষাৎ