Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপ্রিলেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ২২:০৫ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২০:৫৬

জ্বালানি তেল। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করছে সরকার। সেই ধারাবাহিকতায় আসছে এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম।

সোমবার (৩১ মার্চ) জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.০০ টাকা, কেরোসিন ১০৫.০০ টাকা, অকটেন ১২৬.০০ টাকা এবং পেট্রোল ১২২.০০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। ১ এপ্রিল ২০২৫ হতে এ মূল্য কার্যকর হবে।

উল্লেখ্য, সবশেষ গত ১ ফেব্রুয়ারি সবধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বাড়িয়ে বর্তমান দাম নির্ধারণ করা হয়। এ মূল্য মার্চ মাসেও বহাল ছিল। যা এপ্রিলেও বহাল থাকবে।

সারাবাংলা/জেআর/পিটিএম

অপরিবর্তিত জ্বালানি তেল টপ নিউজ দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর