Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদগাহে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ২০:৩৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৪৭

কুমারখালী থানা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: জেলার কুমারখালীতে ঈদগাহ মাঠে টাকা আদায়কে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। তাদের কুমারখালী উপজেলা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া শাহ নিয়ামতউল্লাহ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া এলাকার বদর উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৬), করিম শেখের ছেলে মুনহর শেখ (৫৫), সিজারত (৪৩), মনজু আলীর ছেলে কলম আলী (৩৮), মনছুর শেখের ছেলে আলম হোসেন (৩০), জিয়া শেখের ছেলে জিহাদ শেখ (১৮), মুজাহিদের ছেলে সাবিদ সাহা(২০), আবু দাউদের ছেলে আমিরুল ইসলাম (৫০) ও তার ছেলে বাধন শেখ (২১)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ঈদের নামাজের সময় ইমাম মাওলানা সুরুজ আলী ঘোষণা দেন, মসজিদের নামে টাকা আদায় করা যাবে না। এই ঘোষণার পরে স্থানীয় আলী রেজা তার অনুসারীদের নিয়ে টাকা আদায় শুরু করেন। এ সময় টাকা আদায়ে স্থানীয় ফারুক ও তার অনুসারীরা বাধা দেয়। এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের নয়জন আহত হন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘ঈদগাহ মাঠে টাকা তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সারাবাংলা/পিটিএম

ঈদগাহ কুষ্টিয়া টাকা আদায় সংঘর্ষ

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর