Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ঈদ আনন্দে জল, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২২:৩৭

আশাশুনি উপজেলার ওয়াপদার বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: জেলার আশাশুনি উপজেলার ওয়াপদার বাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে কয়েকটি গ্রাম।

সোমবার (৩১ মার্চ) আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হতে থাকে।

স্থানীয় বাসিন্দা জীত বলেন, ‘১১ টার দিকে জোয়ারের পানিতে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৪০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। প্লাবিত হতে থাকে কয়েকটি গ্রাম। ভেসে যায় ঈদের আনন্দ। নদীর গর্ভে বিলীন হতে থাকে ঈদের দিনে পরিবারের সাথে কাটানো আশা ভরসা।

স্থানীয় আনুলিয়া ইউনিয়নের সবুজ শেখ জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে বেড়িবাঁধ আগে থেকেই বেহাল ছিল। দুপুরের জোয়ারের প্রবল চাপে এ পয়েন্ট ভেঙে যায়। এতে ভেসে যায় অসংখ্য মৎস্য ঘের। ফলে অনেকেই পুঁজি হারিয়ে পথে বসে যেতে পারেন।

স্থানীয়রা বলেন, এখন জোয়ার তাই প্রচুর পানি ঢুকছে। এখন কোনোভাবে বাঁধ নির্মাণ করা সম্ভব না। তবে ভাটার সময় চেষ্টা করা হবে ভেড়ি বাঁধ দেওয়ার। পানি উন্নয়ন বোর্ডকে কল করা হয়েছে। কিন্তু তারা কল রিসিভ করেনি। তারা সহযোগিতা না করলে আমরা এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামত করব।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সারাবাংলা/পিটিএম

আনন্দ ঈদ জল টপ নিউজ সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর