সরকারের সংস্কার সুপারিশে অনেক অস্বাভাবিক প্রস্তাব রয়েছে: মির্জা আব্বাস
৩১ মার্চ ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৪৭
ঢাকা: সরকারের সংস্কার সুপারিশে অনেক অস্বাভাবিক প্রস্তাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্র, ছিন্নমূল ও পথ শিশুদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল এককভাবে মেনে নেয়নি। কারণ এটা মেনে নেওয়া যায় না। কারণ তাদের প্রস্তাব অচল। যা বাংলাদেশে চলে না। সেখানে বিএনপি সচল কিছু প্রস্তাব দিয়েছে। আর বিএনপি আন্দোলন করেছি বছর ১৭ বছর ধরে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, একটি সংস্কারের জন্য। তারেক রহমানের দেওয়া ৩১ দফা ফলো করা হলে আর কোন সংস্থানের প্রয়োজন নাই। আমরা সংস্কার বাদ দিতে বলিনি। বলেছি নুন্যতম সংস্কার করে, সংস্কার চলমান রেখে নির্বাচন দিন।
আব্বাস বলেন, পৃথিবীর কোনো দেশ এটা মেনে নিবে না যে, একজন অন্তর্বর্তীকালীন সরকার যার দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই। তাকে দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে দিবেন।
অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনুস প্রসঙ্গে তিনি বলেন, তিনি স্ব স্ব কার্যক্ষেত্রে প্রতিষ্ঠিত। যে একজন ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত সে দেশ চালানোর ক্ষেত্রেও প্রতিষ্ঠিত থাকবেন সেটা হয় না।
এ সময় প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে মির্জা আব্বাস আরও বলেন, অন্যান্য বারের তুলনায় এবারের ঈদ বিএনপির জন্য মুক্ত, স্বাধীন।
নির্বাচনে জিতবে না জেনেই একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সংস্কার প্রস্তাবে এককভাবে কোনো রাজনৈতিক দল সমর্থন দেয়নি এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সুপারিশে অনেক অস্বাভাবিক প্রস্তাব রয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়।
সারাবাংলা/এফএন/ইআ