Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা: সারজিস আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ১৩:৩৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৪৫

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: ‘স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’ সোমবার (৩১ মার্চ) পঞ্চগড়ের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে এভাবেই ঈদের শুভেচ্ছা জানান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়ন্য়ক সারজিস আলম।

এ সময় তিনি বলেন, পৃথিবীতে অনেক মজলুম মুসলিম ভাই বোনরা আছেন যারা আমাদের মতো করে ঈদ করতে পারছেন না। ভারতে উগ্র সাম্প্রদায়িক কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী রয়েছে তাদের কাছে আমাদের মুসলিম ভাইরা মজলুম। ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ভাইয়েরা মজলুম হিসেবে রয়েছেন। আমাদের দেশে মিয়ানমারের অনেক মুসলিম মজলুম ভাইয়েরা রয়েছেন। আমরা পৃথিবীর সকল মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবো। পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করবো। যেনো আমরা একসাথে আমাদের মনের সংকীর্ণতা আমাদের সীমাবন্ধতা কাটিয়ে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি। এই ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু করে যেতে পারি যেন ইহকাল পরকালে শান্তিকে বসবাস করতে পারি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রমজানের অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা আর সকল নেতিবাচক কাজ থেকে দূরে থাকা। আল্লাহর প্রতি যেমন বান্দার হক রয়েছে তেমনি বান্দার প্রতি বান্দার হক রয়েছে। এই হক যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করতে পারি। এর আগে তিনি নামাজ শেষে মুসল্লিদের সাথে সৌহার্দ বিনিময় ও কোলাকুলি করেন।

সারাবাংলা/এনজে

ঈদ শুভেচ্ছা সারজিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর