Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ১০:০৬ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৪৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: দেশবাসী ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহ’র প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

‘ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহ’র সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহাসুযোগ। এ দিনে সৌহার্দ্য সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুনভাবে আবদ্ধ করে। ঈদের দিন মানুষ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হয়। ঈদ এমন এক নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির আনন্দে পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হন।’

মির্জা ফখরুল বলেন, এ দিনে আমাদের অঙ্গীকার হোক-সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক অভূতপূর্ব সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

দীর্ঘ দেড় দশক পর এবার ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে জানিয়ে তিনি বলেন, গুম, খুন, গুপ্তহত্যার এক অবর্ণনীয় নিপীড়ন ও নির্যাতনে অনেক পরিবার স্বজনহারা, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। সেই পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাতে হবে। তাদের পাশে থাকতে হবে। ঈদুল ফিতরের আনন্দে যেন সমাজের সব শ্রেণির মানুষ শরিক হতে পারে, সেজন্য সবার মুখে হাসি ফোটানের আনন্দ সমাজের সচ্ছল মানুষের দায়িত্ব। কোনও অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য সচ্ছল ব্যক্তি তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এনজে

ঈদের শুভেচ্ছা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর