বিএনপির ইফতার অনুষ্ঠানে সারজিস
প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিটা পঞ্চগড়ের
২৯ মার্চ ২০২৫ ২২:৫৯ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ০৪:৫৬
পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা যদি একজন আরেকজনের প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হই, তাহলে ক্ষতিটা যেমন আন্তঃদলীয় হবে তেমনি ক্ষতিটা পঞ্চগড় জেলারও হবে।
শনিবার (২৯ মার্চ) জেলা সদরের সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, ‘দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে পঞ্চগড় একটি। আমরা সবাই মিলে পঞ্চগড়কে এগিয়ে নিতে কাজ করব।’
পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্ব ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জাগপা প্রতিনিধি সামছুজ্জামান নয়ন প্রমুখ বক্তব্য দেন।
সারাবাংলা/পিটিএম