বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল কাল মিয়ানমার যাচ্ছে
স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ২২:৪৯ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ০২:৪৭
২৯ মার্চ ২০২৫ ২২:৪৯ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ০২:৪৭
ঢাকা: গতকাল শুক্রবার (২৮ মার্চ) ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েক হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। যে কারণে ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমার সরকার। দেশটিতে জরুরি ত্রাণ ওষুধ ও মেডিকেলে সেবা প্রদানের লক্ষ্যে রোববার (৩০ মার্চ) মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল।
শনিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ঔষধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে আগামীকাল রবিবার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।
সারাবাংলা/ইউজে/পিটিএম