Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ২১:০৩

গ্রেফতার পাঁচজন

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারে ভারতীয় অবৈধ মহিষ জব্দ করে নিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর টহল গাড়িতে চোরাকারবারিদের ঢিল ছুঁড়ে ভাঙচুরের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এদিন জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতাররা হলেন— উপজেলার হরিপুর শিকারখাঁ গ্রামের আবুল হাসনাতের ছেলে মো. হাবিবুর রহমান (৫৩), চান্দঘাট এলাকার জহির উদ্দিনের ছেলে মোহাম্মদ আলি (১৮), হেমু হাউদপাড়া গ্রামের ইদ্রিস আলির ছেলে কুতুব উদ্দিন (৫০), হরিপুর এলাকার ইব্রাহিম আলির ছেলে ইলিয়াস আলি (৫৩) ও লামা শ্যামপুর গ্রামের সোবানের সোহেল আহমেদ (২৬)।

হরিপুর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বৃহস্পতিবার রাত ১২ টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক ভারতীয় চোরাই মহিষ জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে আসার পথে কয়েকজন চোরাকারবারি সেনা সদস্যদের ওপর পূর্ব পরিকল্পনা মোতাবেক ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর সদস্যরা আহত হন এবং তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে, সেনাবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন মোট ২৮ জন লোককে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যায়। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ শেষে সেনা হেফাজতে থাকা ২৮ জনের ভাষ্য ছাড়াও অন্যান্য সোর্সের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে শনাক্ত করা হয়।

জানা যায়, ক্যাম্প হতে আটক ২৮ জনের মধ্যে শুধুমাত্র পাঁচজন ব্যক্তির সংশ্লিষ্টতা উক্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাদেরকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও বাকি ২৩ জনকে মুচলেকা দিয়ে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (২৯ মার্চ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান হরিপুরে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজন আসামি সেনাবাহিনী কর্তৃক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উক্ত ঘটনায় ৭০ জনের নামে ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

গ্রেফতার মামলা সিলেট সেনাবাহিনীর গাড়িতে হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর