Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি রোগীদের জন্য চট্টগ্রাম কুনমিং রুটে ফ্লাইট চালু করবে চীন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৫:৩৬ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৫:৩৯

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষদের সহায়তা করতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস।

শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চীন ইতোমধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারিত করেছে। তবে চড়া বিমানভাড়া এই চীনা শহরে ভ্রমণের পথে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। তবে চট্টগ্রাম-কুনমিং রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমে আসবে। ফলে আরও বেশিসংখ্যক বাংলাদেশি সহজে চীনের স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ের হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, চিকিৎসার খরচ সহনীয়। একজন চীনা নাগরিকের সমান ফি-ই দিয়ে থাকেন একজন বাংলাদেশি রোগী।

এদিকে কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা থেকে কুনমিং রুটে বিমানভাড়া কমানোর উদ্যোগও নিয়েছে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

অন্যদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র উন্মুক্ত করবে।

উল্লেখ্য, আগামী এপ্রিলে বাংলাদেশের একদল সাংবাদিককে কুনমিংয়ে পাঠানো হবে সরেজমিনে চিকিৎসা সুবিধাগুলো দেখে আসার জন্য। এর আগে গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তারা সেখানকার হাসপাতালগুলোর মানের ভূয়সী প্রশংসা করেছেন। তবে অনেকেই যাতায়াত ব্যয় বেশি বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/ইআ

কুনমিং ফ্লাইট চালু