Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুত জমিয়াতুল ফালাহ, ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৪:৫৯ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৭:০৬

ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাতের জন্য জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গন প্রস্তুত করা হয়েছে। ছবি : শ্যামল নন্দী, সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত আয়োজনের জন্য জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান প্রস্তুত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, চসিকের তত্ত্বাবধানে প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্’র পেশ ইমাম।

বিজ্ঞাপন

গরমে মুসল্লিদের যাতে কষ্ট না হয় সেজন্য পর্যাপ্ত ফ্যান লাগানো হয়েছে। ছবি: সারাবাংলা 

গরমে মুসল্লিদের যাতে কষ্ট না হয়, সেজন্য জমিয়াতুল ফালাহ প্রাঙ্গনে সামিয়ানা টানিয়ে পর্যাপ্ত ফ্যান লাগানো হয়েছে। অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য প্রাঙ্গনজুড়ে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি দেখতে যান। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে পরিদর্শনের পর মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত।

মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে চসিকের তত্ত্বাবধানে নগরীর লালদীঘির পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। একই সময়ে নগরীতে আরও ৮টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মসজিদগুলো হল- শেখ ফরিদ চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমপি

চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক পবিত্র ঈদুল ফিতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর