আবারো নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে ১ জনের পা বিচ্ছিন্ন
২৯ মার্চ ২০২৫ ১৬:১৮ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৭:০৬
বান্দরবান: বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে পণ্য চোরাচালানের সময় মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত সালাম চাকঢালা সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
শনিবার (২৯ মার্চ ) বেলা বারোটার দিকে চাকঢালা সীমান্তে ৪৪ নং পিলারে শূন্য লাইনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আহত সালাম দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে বাংলাদেশী পণ্য পাচার কাজে জড়িত। প্রতিদিনের ন্যায় দুপুরে বাংলাদেশী চোরাই পণ্য নিয়ে মায়ানমার অভ্যন্তরে যায় সালাম। ফেরার পথে চাকঢালা সীমান্তে ৪৪ নং পিলারে শূন্য লাইনে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়ে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।
সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটা তিনি শুনেছেন। আহত সালামকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে মাইন বিস্ফোরণে গত ২১ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে এক বাংলাদেশিসহ দুজন এবং ২৬ মার্চ (বুধবার) সাড়ে সাতটার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নং পিলারে শূণ্য রেখায় মোহাম্মদ শহিদুল্লাহ বাবু নামে আরো একজন বাংলাদেশি আহত হয়।
সারাবাংলা/আরএস