Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৪:১৯

সুনামগঞ্জ: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় সুমাইয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকালে দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মা-বাবার সঙ্গে ঢাকা থেকে বাড়ি ফেরে শিশু সুমাইয়া। পরে আহসানমারা ব্রীজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় নূর পরিবহনের একটি বাসের চাপায় সড়কেই প্রাণ যায় সুমাইয়ার।

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ছুটে আসি এবং স্থানীয়দের সহায়তা সুমাইয়ার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

বাসচাপায় শিশু নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর