Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চে পলিথিন বহন না করার নির্দেশ পরিবেশ অধিদফতরের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৪:১৪

পরিবেশ অধিদফতরের অভিযান। ছবি: সংগৃহীত

ঢাকা: সদরঘাট থেকে ছেড়ে যাওয়া সকল লঞ্চে একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিন বহন না করতে নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট। একইসঙ্গে খাবারের উচ্ছিষ্ট ও আবর্জনা নদীতে না ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের এ বিষয়ে সচেতন করতে সুপারভাইজার ও স্টাফসহ লঞ্চ কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে শুক্রবার (২৮ মার্চ) ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

নৌ পুলিশের সহযোগিতায় প্রতিটি লঞ্চে বিন রয়েছে কিনা তা পরিদর্শন করা হয়। যেখানে পর্যাপ্ত বিন নেই, সেসব লঞ্চে দ্রুত বিন সরবরাহের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, নৌপুলিশকে এ বিষয়ে মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়। লঞ্চের ভিতরে এবং টার্মিনালে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানের সময় নৌপুলিশ হ্যান্ড মাইকের মাধ্যমে যাত্রীদের সচেতন করে।

এছাড়া, গত রাতে কোনাবাড়ির ময়লার ভাগাড় রোড এলাকায় অবৈধভাবে পুরাতন ব্যাটারির সিসা গলানোর একটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেটি সিলগালা করা হয়। পরিবেশ সংরক্ষণে পরিবেশ অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এনজে

পরিবেশ অধিদফতর পলিথিন লঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর