Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫ ১৪:৩২

বিদায় ঘণ্টা বেজে গেছে দরিভালের

আর্জেন্টিনার বিপক্ষে বড় হারের পর থেকেই কানাঘুষাটা চলছিল। যেকোনো সময় বিদায় ঘণ্টা বাজতে পারে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের, ধারণা করা হচ্ছিল এমনটাই। শেষ পর্যন্ত হয়েছে সেটাই। বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের এক সপ্তাহ না পেরোতেই বরখাস্ত হলেন দরিভাল জুনিয়র। দরিভালের বিদায়ের পর কে হচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ, সবার চোখ এখন সেদিকেই।

২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেন দরিভাল। তার অধীনে ব্রাজিল খেলেছে ১৬টি ম্যাচ। এর মাঝে জয় এসেছে ৭টিতে, পরাজয়ও ৭ ম্যাচে, ড্র হয়েছে বাকি ২টি ম্যাচ। ব্রাজিলের এমন ছন্নছাড়া রূপ মেনে নিতে পারছিলেন না সমর্থকরা। বিশেষ করে বিশ্বকাপ বাছাইপর্বে রীতিমত ধুঁকতে থাকা ব্রাজিল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারবে কিনা, সেটা নিয়েই জেগেছে শঙ্কা।

বিজ্ঞাপন

বেশ কয়েক মাস ধরেই তাই দরিভালকে বিদায় করে দেওয়ার দাবি সমর্থকদের। মাঝে কিছু ম্যাচে দারুণ পারফর্ম করে দরিভালের বিদায় ঠেকিয়েছিলেন রাফিনহা-ভিনিসিয়াসরা। মেসিহীন আর্জেন্টিনার বিপক্ষেও ৪-১ গোলে হেরেছে ব্রাজিল। আর এই হারের পর থেকেই গুঞ্জন ছিল, যেকোনো সময়ে চাকরি হারাতে পারেন দরিভাল।

দরিভালের চাকরিটা শেষ পর্যন্ত চলেই গেছে গত রাতে। ব্রাজিলিয়ান ফুটবলার ফেডারেশন এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই খবর। দরিভালের বিদায়ের পর নতুন কোচের সন্ধানে নেমেছে ব্রাজিল। তবে ইউরোপসহ নামীদামী ফুটবল লিগের মৌসুমের মাঝপথে হওয়ায় অনেক হাই প্রোফাইল কোচকে এই মুহূর্তে পাওয়ার সম্ভাবনা নেই ব্রাজিলের।

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। শোনা যাচ্ছে আল হিলাল কোচ হোর্হে হেসুসের নামও। তবে ক্লাবের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ পর্যন্ত, হেসুসের চুক্তি ২০২৫ পর্যন্ত। এছাড়াও দৌড়ে আছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। তার সঙ্গেও সিটির চুক্তি আছে আরও তিন মৌসুম। তবে সিটির বিপর্যস্ত হালে তার ক্লাব ছাড়ার গুঞ্জনটা বেশ জোরালো। এই তিনজনের যে কাউকে কোচ পেতে হলে তাই বেশ অপেক্ষাই করতে হবে ব্রাজিলকে।

বিজ্ঞাপন

আগামী জুনে আবার বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচের আগে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিতে পারে ব্রাজিল। এরপর ২০২৬ বিশ্বকাপের আগে স্থায়ী কোচ নিয়োগ দেওয়ার সম্ভাবনা আছে দলটির।

সারাবাংলা/এফএম

কার্লো আনচেলত্তি কোচ দরিভাল জুনিয়র ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর