মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক
২৯ মার্চ ২০২৫ ১০:৩৭ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৩:০৪
ঢাকা: মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৮ মার্চ) তারেক রহমান তার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া পৃথক স্ট্যাটাসে এ শোক প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘‘মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

তারেক রহমানের পোস্ট
তারেক রহমান আরও লেখেন, ‘‘বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে সংহতি প্রকাশ করছে এবং ক্ষয়ক্ষতির দ্রুত কাটিয়ে ওঠার আশা করছে।
উল্লেখ্য, মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিডো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। এ ঘটনায় নিহতের সংখ্যা ১৪৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন আরও ৭ শতাধিক মানুষ।
এ ভূমিকম্পে থাইল্যান্ডের ব্যাংককে সরকারি অফিসের জন্য নির্মাণাধীন একটি ৩০তলা ভবন ধসে পড়ে। এতে সাত জন নিহত এবং ৮১ শ্রমিক নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আকাশচুম্বি সুরম্য ভবনগুলো কাঁপছে এবং এসব ভবনের টপফ্লোরে থাকা সুইমিং পুল থেকে পানি গড়িয়ে পড়ছে। আতঙ্কিত মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করছে।
সারাবাংলা/এজেড/এনজে