মার্টিনেজকে অবৈধভাবে ওসাসুনার বিপক্ষে নামিয়েছিল বার্সা?
২৯ মার্চ ২০২৫ ১১:২৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১১:২৪
ম্যাচ চলার সময়ই উঠেছিল অভিযোগটা। খেলার অযোগ্য ফুটবলারকে মাঠে নামিয়েছে বার্সেলোনা, এই গুরুতর অভিযোগ তুলেছিল ওসাসুনা। শেষ পর্যন্ত ইনিগো মার্টিনেজকে অবৈধভাবে মাঠে নামানোয় লা লিগা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে ওসাসুনা।
গত ২৭ মার্চ লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। সেই ম্যাচে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সা। সেই ম্যাচে মাঠে নেমেছিলেন মার্টিনেজ। আর এতেই আপত্তি জানায় ওসাসুনা।
গত সপ্তাহে ইউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে স্পেন দলে ডাক পেয়েছিলেন মার্টিনেজ। হাঁটুর ইনজুরির কারণে ১৭ মার্চ দল থেকে ছিটকে পড়েন তিনি।
ফিফার নিয়ম অনুযায়ী, চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেলে কিংবা স্কোয়াড থেকে প্রত্যাহার করা হলে পরের ৫ দিন ক্লাবের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি। তবে ফেডারেশন অনুমতি দিলে সেই ফুটবলারকে মাঠে নামাতে পারবে ক্লাব।
স্পেনের শেষ ম্যাচ ছিল গত ২৩ মার্চ। এর ৪ দিন পরেই বার্সার হয়ে মাঠে নামেন মার্টিনেজ। মার্টিনেজকে মাঠে নামানো নিয়ে আপত্তি তুলেছে ওসাসুনা। বার্সার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে লা লিগা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছে ওসাসুনা।
ওসাসুনার অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে ওই ম্যাচের পয়েন্ট কাটা যেতে পারে বার্সার। বার্সা-ওসাসুনা ম্যাচটি বাতিল করার ক্ষমতাও রাখে লা লিগা কর্তৃপক্ষ।
সারাবাংলা/এফএম