Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চীন-রাশিয়ার হুমকি ঠেকাতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ দরকার যুক্তরাষ্ট্রের’

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫ ০৯:৪৭ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৩:০৪

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, চীন ও রাশিয়ার হুমকি ঠেকাতে যুক্তরাষ্ট্রের অবশ্যই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন। শুক্রবার (২৮ মার্চ) গ্রিনল্যান্ডের পিটুফিক সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি ডেনমার্কের কঠোর সমালোচনা করে বলেন, ‘গ্রিনল্যান্ডের জনগণের প্রতি ডেনমার্ক সুবিচার করেনি এবং নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগ করেনি।’

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে ক্রমশ উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে ভ্যান্স বলেন, ‘আমাদের বার্তা খুব স্পষ্ট। গ্রিনল্যান্ডের জনগণের উন্নয়নে বিনিয়োগ হয়নি, নিরাপত্তার ক্ষেত্রেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। এটি অবশ্যই পরিবর্তন হতে হবে, এবং এটি যুক্তরাষ্ট্রের নীতির অংশ।’

বিজ্ঞাপন

ভ্যান্স আরও দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার অংশ হলে এটি ডেনমার্কের চেয়ে বেশি সুরক্ষিত থাকবে। তিনি বলেন, ‘ডেনমার্ক গ্রিনল্যান্ডকে চীন ও রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’

ভ্যান্সের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দেয়। নতুন সরকার একটি যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেয়, ‘গ্রিনল্যান্ড আমাদের, এবং আমরা আমাদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করব।’

এর আগে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেন যে, ‘বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার।’ তিনি বলেন, ‘গ্রিনল্যান্ডের জনগণ বোঝে যে, যুক্তরাষ্ট্রের এটি অধিকার করা উচিত।’

ট্রাম্প আরও দাবি করেন, ‘গ্রিনল্যান্ডের আশপাশে চীন ও রাশিয়ার জাহাজ ঘুরে বেড়াচ্ছে। আমাদের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আবশ্যক।’

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য চাপ হিসেবে অভিহিত করেছেন।

নতুন গঠিত গ্রিনল্যান্ড সরকারের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডরিক নিলসেন বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের প্রতি সম্মান দেখাচ্ছে না। জেডি ভ্যান্স এমন এক সময়ে এসেছেন, যখন আমাদের নতুন সরকার গঠনের কাজ চলছে। এটি আমাদের প্রতি অসম্মানজনক।’

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো