Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপটিক ট্যাঙ্ক থেকে গৃহকর্তার লাশ উদ্ধার, পুলিশের ধারণা খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ০০:০২ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৩:০৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে খুন করে সেপটিক ট্যাঙ্কের ভেতরে তার লাশ লুকিয়ে রাখা হয়েছিল।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবান আলীর বাড়ি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নুরুল হক (৫৫) ওই বাড়ির বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, চারদিন আগে নুরুল হক নিখোঁজ হন। পরিবারের সদস্যরা নানা জায়গায় খোঁজেও তার খোঁজ পাননি। গত দুদিন ধরে তাদের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। শুক্রবার পরিবারের সদস্যরা সেপটিক ট্যাংকের ঢাকনা উলটালে সেখানে নুরুল হকের অর্ধগলিত লাশ তারা দেখতে পান।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি আমরা অর্ধগলিত অবস্থায় পেয়েছি। অন্তত চারদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।’

এটা হত্যাকাণ্ড কিনা? এমন প্রশ্নে ওসি বলেন, ‘লাশ পচে যাওয়ায় শরীরের কোনো আঘাতের চিহ্ন আমরা দেখতে পাইনি। তাই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানাতে পারব। তবে যে অবস্থায় লাশটি পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করছি তিনি খুনের শিকার হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। পরিবারের সকল সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আইসি/এইচআই

খুন গৃহকর্তার লাশ উদ্ধার মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর