শিশুদের বাহারি পোশাকে জমে উঠেছে ঈদবাজার
২৮ মার্চ ২০২৫ ১০:২২
ঢাকা: দরজায় কড়া নাড়ছে ঈদ। এই দিনটার জন্য সবচেয়ে অপেক্ষায় থাকে ছোট্টো শিশুরা। নতুন পোশাক নতুন জুতো পরে ঘুরতে যাওয়ার আনন্দটাই তাদের কাছে অনেক। আর তাই শিশুদের জন্য নতুন নতুন স্টাইলের ও ডিজাইনের পোশাকে ভরপুর থাকে বিপণি বিতানগুলো। নবজাতক থেকে শুরু করে সব বয়সী শিশুদের জন্যই ভিন্ন ধরণের ঈদ কালেকশন রাখা হয়। এই বছরও ব্যতিক্রম নয়।
দেশি-বিদেশি সব ধরনের কাপড়েরও স্টাইলের নানা ধরনের পোশাকে সেজেছে রাজধানীর শপিংমলগুলো।
সরজমিনে ঘুরে দেখা যায়, শিশুদের আরাম ও স্বস্তির কথা মাথায় রেখে ঈদের পোশাক আয়োজন করেছে ফ্যাশন হাউজগুলো।
পোশাক ব্যবসায়ী নুরুদ্দিন সারাবাংলাকে জানান, ‘এবার ঈদ পরবে গরমের মধ্যে। আর গরমে শিশুরা অস্বস্তি বোধ করে। সবকিছুর কথা মাথায় রেখে, শিশুদের পোশাকে রঙের ক্ষেত্রে হালকা ও উজ্জ্বল রাখা হয়েছে। গোলাপি, আইস ব্লু, লেমন, সাদা, হলুদ, লাল ইত্যাদি রঙের বিভিন্ন শেডের পোশাক রাখা হয়েছে।’
আরেক পোশাক বিক্রেতা সারাহ আলি জানালেন, ‘শিশুদের পোশাকের মধ্যে এবার কাপড়ের ক্ষেত্রে বেশি বেছে নেওয়া হয়েছে সুতি, লিনেন, সিল্ক, ভিসকস, মসলিন ও রেশমি কাপড়। ভারি ও জমকালো পোশাকে পাওয়া যাচ্ছে সফট জর্জেট, সিল্কের মধ্যে। পোশাকের নকশা ও মোটিফে রাখা হয়েছে ভিন্নতা। সুতার কাজের ফুলের নকশা, ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, ডিজিটাল ছাপ, চুমকি, কারচুপি ও এমব্রয়ডারি কাজ ফুটিয়ে তোলা হয়েছে শিশুদের পোশাকে। কেউ ঈদ দেখে একটু গর্জিয়াস পছন্দ করে, কেউ আবার গরমের কথা মাথায় রেখে একটু আরামপ্রদ পোশাক নিচ্ছে।’
অন্যদিকে এলিফেন্ট রোডের বিভিন্ন মার্কেট ঘুড়ে দেখা যায় বাহারি কাটের ফ্রকের সঙ্গে সারারা প্যান্ট, কোটি ফ্রক, সালোয়ার–কামিজ, ঘাগড়া চোলির টপে নান্দনিক ডিজাইন ও প্যাটার্ন রয়েছে। লেহেঙ্গার আদলে শিশুদের তৈরি শাড়িও বিশেষ আকর্ষণে রয়েছে। পোশাকের স্টাইলে রয়েছে ঘটিহাতা, টিউলিপহাতা, থ্রি কোয়াটার হাতা।
মৌচাক থেকে স্বপরিবারে কেনাকাটা করতে বসুন্ধরা সিটিতে এসেছেন শারমিন সুলতানা। সারাবাংলাকে তিনি জানান, ‘আমার ২ মেয়ের জন্য একই ডিজাইনের জামা কিনবো। সে ক্ষেত্রে ঈদ দেখে একটু গর্জিয়াস জামা নিতে চাচ্ছে। নতুন স্টাইলের মধ্যে কোটি কাবলী পছন্দ হয়েছে। দামে ও বাজেটে মিললে নিয়ে নিবো।’
এ দিকে ৩ বছরের মেয়ে নাবীলার জন্য লাল লেহেঙ্গা খুঁজছেন রোকেয়া আক্তার। তিনি বলেন, ‘নতুন পোশাকের ভীরে পুরাতন ডিজাইনগুলো হারিয়ে যাচ্ছে। আমার মেয়ে নাবীলার অনেক পার্টি ফ্রক আছে। এবার তাই ঠিক করেছি লেহেঙ্গা কিনব। লেহেঙ্গা একটু পুরাতন স্টাইলের হলেও, ভালো লাগে। আমার মেয়েকে লেহেঙ্গা পরলে সুন্দর লাগবে। এ কথা ভেবে এবার আমি ওর ঈদের পোশাক হিসেবে লেহাঙ্গা বেছে নিয়েছি।’
ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামাতে রং এবং প্রিন্টের ভিন্নতা আনা হয়েছে। এর বাইরে শিশু কার্টুন চরিত্রের আলোকে ডিজাইন এবং রঙের ছোঁয়া আনা হয়েছে।
সারাবাংলা/এফএন/এনজে